নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহাদাত হোসেন স্বপনের (৫০) বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত শনিবার (২৩ মার্চ) চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহাদাত হোসেন স্বপন বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বসবাস করেন। বিদ্যালয়ে থাকায় বিভিন্ন সময় ছাত্রীদেরকে দিয়ে রান্নাসহ বিভিন্ন ধরনের কাজ করিয়ে থাকেন। গত ৬ মার্চ (বুধবার) বিশেষ ক্লাস নেওয়ার কথা বলে ঐ ছাত্রীকে সকালে স্কুলে যেতে বলেন তিনি। ওই ছাত্রী স্কুলে গেলে তার বসবাসরত কক্ষে ডেকে নিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। এরপর থেকে সে ভয়ে স্কুলে না গিয়ে বাসায় বসে থাকে। পরে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিস্তারিত বলে।
সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, প্রধান শিক্ষক শাহাদাত হোসেন স্বপনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের কথা তিনি শুনেছেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর রবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু ওয়াদুদ জানান, কয়েকজন অভিভাবক তাঁর কার্যালয়ে এসে বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি শিক্ষা কর্মকর্তাকে এই বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।
এবিষয়ে প্রধান শিক্ষক আবু শাহাদাত হোসেন স্বপনের বক্তব্য জানতে চাইলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
ওসি মো. শাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আবু শাহাদাত হোসেন স্বপন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।