হবিগঞ্জের বানিয়াচংয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরসহ পূজারীকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি’র সাবেক মেম্বার কানন বালা দেব বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায় ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ দেব। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে ওসি রঞ্জন কুমার সামন্তকে অনুরোধ জানিয়েছেন।

জানা যায়, গত ২০শে ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় রায়েরপাড়া গ্রামের কানন বালা দেব’র বাড়িতে যাত্রাপাশা গ্রামের রফিক উল্লার পুত্র আলী মিয়া, একই গ্রামের আব্দুল আজিদ মিয়ার স্ত্রী দোলেনা বেগম, মেয়ে তানিয়া বেগম ও সোহেল মিয়ার স্ত্রী শিউলী বেগম হামলা চালায়। এ সময় কানন বালা দেব’র পুত্রবধূ জুঁই রাণী দেব গৃহে পুজারত ছিলেন।
হামলাকারীরা সেখানে ঢুকে তাণ্ডব চালায়। পূজারী জুঁই রানী হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাকে পিটিয়ে আহতসহ প্রতিমা ভাঙচুর ও গৃহের সকল আসবাবপত্র তছনছ করে।

পরদিন কানন বালা দেব উল্লিখিতদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করলে ওসি রঞ্জন কুমার সামন্ত এসআই ফারুক আহমেদকে তদন্তের দায়িত্ব দেন।
তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আহমেদ জানান, দায়িত্ব পেয়ে এলাকায় সরেজমিন তদন্ত করেছি। তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মানব জমিন

মন্তব্য করুন