দেশের বিভিন্ন স্থানে গত মে মাসে সংখ্যালঘুদের ওপর ৫৯টি নির্যাতন-নিপীড়নের ঘটনা সংঘটিত হয়েছে। একই সময়ে দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৩টি। এসব নির্যাতন-নিপীড়নের অধিকাংশ ঘটনার সঙ্গেই বিএনপি-জামাত রাজনৈতিক দল দুটির ক্যাডার, নেতা এবং কর্মীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। অনেক ক্ষেত্রে এই দুই রাজনৈতিক দলের সমর্থক সন্ত্রাসীরাও এসব নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িত। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে গত মে মাসে প্রকাশিত এ ধরনের সংবাদের আধেয় বিশ্লেষণ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ তথ্য জানিয়েছে। সংঘটিত নির্যাতন-নিপীড়নমূলক ঘটনার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের জমি দখল, দেশ ছাড়ার হুমকি, দোকান দখল, চাকরিচ্যুতি, ধর্ষণ, বাড়িতে অগ্নিসংযোগ, উপাসনাকালে বাধাদান, ধর্মীয় স্থান দখল, ভাঙচুর, চাঁদাবাজি, গুলিতে আহত, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ-নির্যাতনের ঘটনা রয়েছে।

ভোরের কাগজ, ২৮ জুন ২০০২

মন্তব্য করুন