সোমবার রাতে ঢাকার উত্তরায় নিজের কার্যালয়ের সামনে হামলার শিকার হন আসিফ মহিউদ্দীন৷ আলোচিত এই ব্লগারকে সেসময় কমপক্ষে তিন হামলাকারী বেধড়ক কোপায়৷ অধিকাংশ কোপই পরে আসিফের ঘাড় এবং গলায়৷ এই হামলার পর অবশ্য দ্রুতই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে৷ এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসিফের অস্ত্রোপচার চলে তিন ঘণ্টা ধরে৷

আসিফ রক্ষা পান। আনসারুল্লাহ বাংলা টিম হামলার দায় স্বীকার করে।

BBC | Reuters

মন্তব্য করুন