মঙ্গলবার ভোর থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশে ছয় নম্বর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনে অবস্থিত হোটেল ওলিও ইন্টারন্যাশনাল-এর চারতলায় ৩০১ নম্বর কক্ষে একজন জঙ্গি অবস্থান নিয়েছে বলে জানতে পারে পুলিশ। পরে ওই রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে পুরো এলাকায় ঘিরে রাখেন পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরা।

সকাল ৯টা ৪৫ মিনিটে ওই ভবনের বিপরীত দিকে ওলিও হোটেলের আরেকটি ভবনে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বহুতল ভবনটির একটি ফ্লোরের দেয়াল ধসে পড়ে। ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে কয়েকবার গোলাগুলির আওয়াজ আসে।

অভিযানে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছে, তার নাম সাইফুল। সে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলো। তার পরিকল্পনা ছিলো জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে আয়োজিত অনুষ্ঠানে হামলা করা।

দৈনিক প্রথম আলো | বিডিনিউজ ২৪ | বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন