ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় নীল মাহমুদেরকুটি হালিমাতুজ ছাদিয়া (রা.) আনহু বালিকা মাদ্রাসার পরিচালক (শিক্ষক) রাকিবুল ইসলাম রাকিব (২৬) কর্তৃক এক ছাত্রীকে অজ্ঞান করে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ২৯ মার্চ শুক্রবার রাতে ওই মাদ্রাসার কিতাব বিভাগের এক ছাত্রীকে মাটিকাটার কাজে ডেকে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন করলে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে ওই ছাত্রী চিৎকার করলে ধর্ষকের মাথায় থাকা পাগড়ি দিয়ে মুখ বেঁধে পাশবিক নির্যাতন করে। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে সে বান্ধবীদের রাতের ঘটনা বলে দেয়। সহপাঠীরা সে দিন বিকেলে তার অভিভাবকদের ঘটনাটি জানায়। তার বাবা মমিনুল ইসলাম বিষয়টি জানার পর ঢাকা থেকে বাড়িতে এসে গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থী হলে ওই ধর্ষক টের পেয়ে গা ঢাকা দেয়। বিচার না পেয়ে ও মেয়েটির অসুস্থতা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় গত বুধবার ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতার বাবা। দায়িত্বরত চিকিৎসক ডা. শাহাদুজ্জামান জানান, আমাদের নার্স দিয়ে প্রাথমিক পরীক্ষায় মেয়েটিকে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, অভিযোগ পেয়েছি। রাকিবুল ইসলাম উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের নীল মাহমুদেরকুটি গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং আরো একটি মাদ্রাসায় শিক্ষকতা করে বলে এলাকাবাসী জানান।