নারায়ণগঞ্জের সোনারগাঁয় যৌন নির্যাতনে ব্যর্থ হয়ে এক তরুণীকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। গুরুতর আহত ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ওই বখাটে যুবককে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে ১ মে বুধবার রাতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী সোনারগাঁ থানা-পুলিশের কাছে লিখিত জবানবন্দিতে ও ভিডিও রেকর্ডে উল্লেখ করেছেন, ষোলপাড়া গ্রামের জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটে ফারুক হোসেনের (২৪) সঙ্গে মুঠোফোনে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের আগে কখনো সরাসরি দেখা হয়নি। বুধবার রাতে ফারুক হোসেন মুঠোফোনে কৌশলে ওই তরুণীকে তাঁর ভাড়া বাসায় ডেকে নেন। তৃতীয় তলা বাড়ির ছাদে নিয়ে ফারুক মেয়েটিকে যৌন নির্যাতনের চেষ্টা চালান। এতে বাধা দেওয়ায় একপর্যায়ে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফারুক মেয়েটিকে ফেলে দেন। পড়ে যাওয়ার পর ওই তরুণী জ্ঞান হারান। পরে খবর পেয়ে আশপাশের লোকজন ও মেয়েটির স্বজনেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মন্তব্য করুন