বাঁশখালীতে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার ( ৭ মে) রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে জোর করে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। আটক অবস্থায় ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। একই সঙ্গে স্বজনদের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় ওই ছাত্রীকে খুন করার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর পরিবার রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যে স্থানীয় বেসাতুল উলুম ফাজিল মাদ্রাসার ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম  জানান, প্রযুক্তির সহায়তায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ডাকাতিয়া ঘোনা এলাকার জসিম উদ্দিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা ওই ছাত্রীকে বাসায় রেখে তালা লাগিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধারের পর ওই ছাত্রী পিবিআইকে জানায়, স্থানীয় বখাটে ফাহিম উদ্দিন (২২) ও তার ভাই তৌহিন উদ্দিন (১৯) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে অপহরণ করে।

যুগান্তর

মন্তব্য করুন