নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাবুপাড়া গ্রামে গত মঙ্গলবার দুপুরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অবশেষে গত বৃহষ্পতিবার সদর থানায় মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ওই গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তার দলবল হরিপদ রায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও বৃদ্ধ মহিলাসহ ১০ জন নারী-পুরুষকে বেধড়ক পিটিয়ে জখম করে। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করেছে। এদিকে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে জেলা পূজা উদ্যাপন পরিষদ গতকাল শুক্রবার কালীবাড়িতে এক জরুরি সভা করেছে। গোরাচাঁদবাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে পূজা অনাড়ম্বরভাবে উদ্যাপন করা হবে। তবে পূজার সময় রাতে কোনো অনুষ্ঠান হবে না। জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র বর্ধন বাপ্পী প্রথম আলোকে জানান, এবারের পূজা অত্যন্ত সাধারণভাবে পালন করা হবে।
প্রথম আলো, ২০ অক্টোবর ২০০১