ভোলায় চাঞ্চল্যকর ওষুধ ব্যবসায়ী প্রবীর মাঝিকে কুপিয়ে হত্যা করার ঘটনায় দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ঔষুধ ব্যবসায়ী সমিতি ও নিহতের পরিবারের সদস্যরা। ৯ আগস্ট রবিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা এলাকার কয়েক হাজার নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।

 

প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে কান্নায় ভেঙ্গে পড়ে প্রবীর হত্যার বিচার দাবি করেন নিহতের মা কল্পনা রানী, স্ত্রী মনি রানী ও ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরু মেম্বার , সম্পাদক মোঃ হোসেন, ভাই চন্দ্র দ্বীপ মাঝি ।

পরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন বলেন, গত ২০ জুন রাত সাড়ে ১১টায় ভোলার বটতলা এলাকায় ব্যবসায়ী প্রবীর মাঝি ও তার ভাই চন্দ্র দ্বীপসহ মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। ওই সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী সেলিম সিকদার, শাহাবুদ্দিন, বিল্লাল, সাকিলসহ ৮ / ৯ জন গাছে ফেলে পথ রোধ করে কুপিয়ে প্রবীর মাঝি ও তার ভাই চন্দ্রদ্বীপকে এলোপাথারী কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে তাদের নগদ টাকা ছিনতাই করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার ভোলা সদর হাসপাতালে নিলে গুরুতর আহত প্রবীরকে ডাক্তার মৃত ঘোষণা করে এবং আহত চন্দ্রদীপ অল্পের জন্য বেঁচে যান। এ ঘটনায় পুলিশ আসামিদের মধ্যে দুই জনকে গ্রেফতার করলে অন্য আরো আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিয়ে বেড়াচ্ছে । তাই দ্রুত মামলার বাকী আসামিদের গ্রেফতারসহ বিচারের দাবি জানান নিহতের পরিবার ও ঔষধ ব্যবসায়ী সমিতি।

এ ব্যাপারে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, প্রবীর হত্যা মামলার ১ নং আসামিসহ বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনকণ্ঠ

মন্তব্য করুন