কিশোরগঞ্জে ‘উগ্রবাদী বই ও লিফলেটসহ সক্রিয় এক জেএমবি’ সদস্যকে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব ১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ আক্কাছ আলী বলেন, মঙ্গলবার ( ২৫ আগস্ট) ভোরের দিকে গোপন খবর পেয়ে তাকে আটক করা হয়।
আটক মো. আব্দুল হালিম (৪৪) জেলা শহরের উকিলপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব কর্মকর্তা আক্কাছ বলেন, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা গোপনে নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে শুধু হালিমকে পাওয়া গেছে।
“তার কাছ থেকে নিষিদ্ধ উগ্রবাদী ছয়টি বই, সাতটি বুকলেট, ১২টি লিফলেট ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। হালিম জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। ২০১০ সালে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের গোপন বৈঠকের সময় আইন-শৃংখলা বাহিনী তাকে একবার গ্রেপ্তার করেছিল।”
হালিমের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।