পাবনার সাঁথিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আটককৃতের নাম- মো. আতিক হোসেন ওরফে রতন ওরফে বীর মুজাহিদ (২৪)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
২৩ সেপ্টেম্বর বুধবার এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, আটক আতিকের কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও ৬টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আতিক ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অনলাইন বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল।
তার বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।