সাতক্ষীরার আশাশুনিতে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাসহ ছয় যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির।

 

এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানান তিনি। অভিযুক্ত ছয় ব্যক্তি হলো – খাজরা ইউপির ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিব বিল্লাহ, একই এলাকার রায়হান খোকা, আল আমিন মোড়ল, মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে চাচার সাথে মোটরসাইকেলে পেছনে বসে সাতক্ষীরা আসছিলেন ওই তরুণী। এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন বখাটে যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে জাপটে ধরে। তাকে বিয়ে করতে হবে বলে জানায় সাকিব বিল্লাহ নামের এক যুবক। তারা তার কাপড় চোপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে এবং দীর্ঘ সময় ধরে ওই তরুণীর শ্লীলতাহানি করে। এক পর্যায়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে রক্ষা পান ওই তরুণী।

পরে তিনি ওই ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। তবে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাকিব বিল্লাহ’র ভাই ও খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকি বিল্লাহ। তিনি বলেন, “এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।”

এ প্রসঙ্গে আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন জানান, “অভিযোগ সঠিক হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।”

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, “ওই তরুনী ছয়জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন। আমরা যাচাই বাছাই করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন