নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাব ১১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ নভেম্বর রোববার রাত ৮টার দিকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তাওহীদুল ইসলাম ওরফে জিহাদি তামান্না (২৪) ও মো. আরাফত হোসাইন ওরফে সজল (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও উগ্রবাদী নথিপত্রের সফট কপি জব্দ করা হয়। তাওহীদুল ইসলাম ওরফে জিহাদী তামান্না সাতক্ষীরার কালিগঞ্জের নীলকণ্ঠপুর ও আরাফত হোসাইন ওরফে সজল কুমিল্লার দাউদকান্দির গাংকান্দার স্থায়ী বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রেপ্তারকৃতরা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকদের বক্তব্য শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হন এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিতে যোগদান করেন।”