কুলাঙ্গাররা দেশের বাইরে গিয়ে অপপ্রচার চলায় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, ‘তুমি এই জাতির গর্ব হও, মাদক থেকে দূরে থাকো। তোমার ভেতরে আত্মমর্যাদা থাকতে হবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার অহংকার থাকতে হবে। দেশের অতীত ইতিহাসকে শ্রদ্ধা জানাতে হবে। জাতি হিসেবে অহংকার করার অনেক কিছু আছে আমাদের। আর যদি মর্যাদাবোধ না থাকে তাহলে দেশের বাইরে গিয়ে অপপ্রচার চালাবে। কুলাঙ্গাররা এগুলো করে। তারা দেশের বিরুদ্ধে কথাবার্তা বলে, এ দিয়ে তারা কী অর্জন করতে চায় তা আল্লাহ জানে। তারা নোংরা কথা বলে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। তাদের বাংলাদেশি হিসেবে কোনও ইজ্জত নেই। তারা হলো পরগাছা।’
শিক্ষার্থীদের ধর্মীয় রীতি-নীতি ও অনুশাসন মেনে চলার পরামর্শ দিয়ে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ ইসলামের শত্রু। জঙ্গিবাদকে না বলে, শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নিতে হবে।’
মানবিক গুনাবলী থাকতে হবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। এ জন্য ইসলামকে জানতে হবে। অনেক বই রয়েছে, সেগুলো পড়তে হবে। তবে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দুলাইন নিয়ে নয়; ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ধর্মীয় গ্রন্থ পাওয়া যায়, সেগুলো পড়তে হবে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদের হাতে মুসলিম খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে। তারা ইসলামের ক্ষতি করেছে।’ তিনি বলেন, ‘সচেতনভাবেই ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নিতে হবে।’