সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সীমান্তবর্তী আসাউরা গ্রামে লাকড়ি (জ্বালানি কাঠ) দেওয়ার কথা বলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল আলী আসাউরা গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে আসাউরা সীমান্তবর্তী এলাকায় ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দরিদ্র পরিবারের ওই শিশুটি লাকড়ি সংগ্রহ করার জন্য বস্তা নিয়ে সীমান্ত এলাকায় যায়। সেই সুযোগে আব্দুল আলী শিশুটিকে লাকড়ি বেশি পাওয়া যাবে বলে সীমান্তের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে স্থানীয় গরুর রাখালরা দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আর আব্দুল আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুর রহমান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞেসাবাদ করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা

মন্তব্য করুন