ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পু্লিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়ার নেতৃত্বে প্রায় ১ হাজার নেতা-কর্মী সকাল সাড়ে ৯টায় একটি আনন্দ মিছিল বের করেন। উপজেলা সদরের আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিল কিছুদূর যাওয়ার পর পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় যুবদল নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, সময় টিভির চিত্রসাংবাদিক জুয়েলুর রহমান ও মোহনা টিভির কসবা উপজেলা প্রতিনিধি হারুনুর রশীদসহ অন্তত ১৫ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করেছে।
কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া বলেন, ‘নতুন কমিটি গঠন করায় আমরা কসবা-আখাউড়া বিএনপির কাণ্ডারি কবির আহম্মেদ ভূঁইয়ার নির্দেশনা ও পরামর্শে হাজারো নেতা-কর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। পুলিশের হামলায় আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, যুবদলের পদধারীরা একটি মিছিল বের করেন। অনুমতি না নেওয়ায় পুলিশ বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।