রাজা রামমোহন রায় | ভারতবর্ষের হিন্দু বিধবাদের নতুন জীবন দিয়েছেন যিনি
১৮০৪ সালে ভারতের মুর্শিদাবাদে একটি বই প্রকাশিত হয়। বইয়ের নাম 'তুহফাত-উল-মুওয়াহিদ্দীন', অর্থ -একেশ্বরবাদীদের জন্য উপহার। যে বইতে একেশ্বরবাদ, বহুঈশ্বরবাদ এবং বিভিন্ন ধর্মগ্রন্থের তুলনামূলক আলোচনা করা হয়। আলোচনায় ভারতবর্ষের হাজার বছর ধরে চলে আসা নির্বিঘ্ন...