বরগুনা জেলার আমতলীতে ত্রাণ দেওয়ার কথা বলে নারী ইউপি সদস্য হাফসা বেগমের স্বামী মো. আবু কালাম হাওলাদার এক নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি সদস্য ও তার স্বামীর ভয়ে ওই নারী ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছেন। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কালামের শ্যালক সেলিম তালুকদার ও তার লোকজন ওই নারীর স্বামীকে তুলে নিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন-এমন অভিযোগ করেছেন ওই নারীর স্বামী। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও প্রভাবশালী ইউপি সদস্যের লোকজনের ভয়ে তারা আইনি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না।