টাঙ্গাইলের ভূঞাপুরে আল্লাহ, নবী ও ইসলাম ধর্মকে নিয়ে ম্যাসেঞ্জার গ্রুপে কটূক্তির গুঁজব ছড়িয়ে শ্রাবণ হালদার নামের এক হিন্দু কলেজ শিক্ষার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

সোমবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় উগ্রপন্থী মুসলমান সন্ত্রাসীরা এ হামলা চালায়। শ্রাবণ হালদার উপজেলার গোবিন্দাসী গ্রামের শ্যামল হালদারের ছেলে ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। পরিকল্পিতভাবে ধর্ম অনুভূতিতে আঘাতের গুজব ছড়িয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, কলেজ ছাত্র শ্রাবণ আল্লাহ, নবী ও ইসলাম ধর্মকে নিয়ে বন্ধুদের নিয়ে তৈরি ম্যাসেঞ্জার গ্রুপে কটূক্তি করেন বলে অভিযোগ উঠে। পরে সেই কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়। পরে স্থানীয় কোকাদাইর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম বেলাল হোসেনের নেতৃত্বে স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা ছাত্র ও মুসল্লিরা বিকাল সাড়ে ৫টার দিকে মিছিল সহকারে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে তাকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় বিক্ষোভকারীরা মঙ্গলবার সকাল ১০টার মধ্যে শ্রাবণকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।

এ বিষয়ে অভিযুক্ত শ্রাবণ হালদার কটূক্তির বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ইসলাম ধর্ম ও নবীজিকে নিয়ে কোন ধরনের মন্তব্য করিনি। আমার ফেসবুক আইডি হ্যাক করে এ ধরনের কিছু করা হয়ে থাকতে পারে।

ডিবিসি নিউজ

 

মন্তব্য করুন