উল্লাপাড়ার গ্রামে সংখ্যালঘু পরিবারে বৃহস্পতিবার রাতে গণডাকাতি হয়েছে। মুখোশপরিহিত সশস্ত্র ডাকাত দল প্রায় ১০/১২টি বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এমনকি পূজা উদ্যাপন কমিটির গচ্ছিত অর্থও ডাকাতি করেছে। গৃহকর্তাসহ মহিলাদের উপরও নির্যাতন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের ঘোষপাড়া এবং আগমোহনপুর গ্রামে ডাকাত দল শ্যালো নৌকা নিয়ে সংখ্যালঘু পরিবারে একের পর এক ডাকাতি করে। গৃহকর্তা চিত্তরঞ্জন ঘোষ এবং গোপাল ঘোষ সাংবাদিকদের জানান, ডাকাতরা ছিল সবাই সশস্ত্র এবং মুখোশপরিহিত। তারা বাড়ির সামনে নৌকা ভিড়িয়ে ঘরে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণাঙ্কার লুট করে। ভাংচুর করেছে ঘরের আসবাবপত্র। তারা থালাবাসন এমনকি মহিলাদের শরীরে হাত দিয়েও গহনা নিয়ে গেছে। যাবার সময় হুমকি দিয়েছে, থানায় যেন কোন মামলা না করা হয়। তারপরও চিত্তরঞ্জন ঘোষ ঘটনাটি পার্শ্ববর্তী মোহনপুর পুলিশ ক্যাম্পে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করেছে বলে জানা গেছে। ঘোষপাড়ার চিত্তরঞ্জন ঘোষসহ আরও অনেকে এমনকি মহিলারাও সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে নানাভাবে হয়রানি এবং নির্যাতন। এর পর ডাকাতি করা হলো। এখন তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। পূজা উদ্যাপনের জন্য সমিতির সঞ্চিত টাকাও তারা লুণ্ঠন করে নিয়েছে। প্রতিমা সাজানোর নতুন কাপড়ও নিয়ে গেছে ডাকাতরা।
দৈনিক জনকণ্ঠ, ২০ অক্টোবর ২০০১