খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার শিরোমণি আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ছবিঃ যুগান্তর
৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলে আওয়ামী লীগ অফিসে আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।
খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো আহতের খবর নেই। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এদিকে বোমা বিস্ফোরণের পরপরই এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় আনুমানিক ৩০ বছরের এক যুবক আওয়ামী লীগ অফিসে আসেন। এ সময় অফিসে থাকা সুমন নামের ছাত্রলীগ কর্মীকে যুবকটি একটি বাজারের ব্যাগ রেখে বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে যান।
এর কিছু সময় পর ব্যাগে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। অফিসের আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি। এ ঘটনার পরপরই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।
পথসভায় বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক, অ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান রুপম, তরিকুজ্জামান মনির, শেখ তরিকুল ইসলাম, থানা তাঁতীলীগের আহ্বায়ক বিপ্লব, খুলনা মহানগর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক শেখ নাজমুল হক অয়ন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমন প্রমুখ।
ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।