গাজীপুরের শ্রীপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আহত ওই কিশোরী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন রয়েছে। ২৮ জানুয়ারি  মঙ্গলবার উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন এলাকায় প্রতিবেশী সুলতানের ছেলে অভিযুক্ত আকতার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ জানুয়ারি বুধবার কিশোরীর বাবা শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রতিবেশী আকতার হোসেন লাউ শাক দেওয়ার কথা বলে কিশোরীকে ডেকে তার ঘরে নিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। পরে মুখের বাঁধন খুলে ঘটনা প্রকাশ না করার জন্য ছোরা দেখিয়ে হুমকি দেয়। এসময় কিশোরী চিৎকার শুরু করলে অভিযুক্ত আকতার পালিয়ে যায়। পরে কিশোরীর মা ও আশপাশের লোকজন এসে কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, কিশোরীকে আহতাস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার কিশোরীর বাবা শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন