নড়াইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রুম্মান হোসেন রোমিও (২৮) নামে ১৩টি মামলার আসামি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত রোমিও শীর্ষ সন্ত্রাসী। তার নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় মামলা রয়েছে। রোমিও নড়াইল সদরের মুধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাত তিনটার দিকে সদরের কাড়ারবিল এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহতের সত্যতা নিশ্চিত করেন নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন।
তিনি জানান, গোপন খবর পেয়ে নড়াইল সদরের কাড়ারবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এসময় গুলিবিদ্ধ হন রোমিও। তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিসৎক মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হন।
তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।