পুলিশ বক্সে হামলাকারী দুই জঙ্গিকে বিপুল পরিমাণ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ। 

 

 সোমবার (২ আগস্ট) ডিএমপি’র জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মূলত দূরনিয়ন্ত্রিত এসব বোমা দিয়েই পুলিশ বক্সে হামলা চালানো হতো।

প্রসঙ্গত, ২০১৯ ও ২০২০ সালে ঢাকা ও ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত নব্য জেএমবির অনেককে এর আগেও গ্রেফতার করে পুলিশ।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন