ফেনী সদর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের ভাষ্য, নিহত দুই ব্যক্তি মাদকবিক্রেতা ছিলেন।
৮ জুন শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ফতেহপুর রেলক্রসিং এলাকায় র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের সদস্যদের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। র্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল এই তথ্য জানান।
নিহত দুই ব্যক্তির মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান ওরফে রুবেল।
র্যাবের ভাষ্য, ঘটনাস্থল থেকে ২৫ হাজার ইয়াবা বড়ি, একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাবের সদস্যরা ফতেহপুর রেলক্রসিং এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালান। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে র্যাব সেখান থেকে মৃত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে র্যাব।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আবু তাহের বলেন, ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে দুটি লাশ আনা হয়েছে।