ফেনীর দাগনভূঞায় সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক নাজিম উদ্দিন আহরারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের একটি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। কৌরেশ মুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নাজিম জেলার পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের মাওলানা মাঈন উদ্দিনের ছেলে।
এস আই সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে শিক্ষক নাজিম বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে তার কক্ষে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে নাজিম তাকে কক্ষ থেকে বের করে দেয়। পরে বাড়ি গিয়ে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি বলে। শিশুটির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান বলেন, ‘এ ব্যাপারে নাজিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন