বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
১৯ এপ্রিল সোমবার সকাল ১১টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর কিন্ডারগার্টেন এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কেউ আটক হয়নি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা উদয়পুর কিন্ডারগার্টেন এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় হেফাজতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়া শুরু করে। হেফাজত কর্মীদের ছোড়া ইটের আঘাতে থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মোল্লাহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।