যশোরের মণিরামপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটকের দাবি করেছে র‍্যাব। শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলার চিনেটোলা বাজার সংলগ্ন সৈয়দ মাহমুদপুর এলাকার এক বাড়ি থেকে তাদের আটক করা হয়।

২০ জুলাই শনিবার বেলা সাড়ে ৩টার দিকে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহিনুর ইসলাম।

আটক দুই জন হলো–উপজেলার হাসাডাঙ্গা এলাকার আবদুল গফুরের ছেলে রায়হান উদ্দিন (১৯) ও সৈয়দ মাহমুদপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২২)।

এএসপি মো. শাহিনুর ইসলাম বলেন, ‘আমাদের কাছে খবর ছিল, সৈয়দ মাহমুদপুর এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে গোপন বৈঠক চলছে জঙ্গিদের। এরপর সেখানে অভিযান চালিয়ে রায়হান উদ্দিন ও আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেটসহ নানা উপকরণ উদ্ধার করা হয়।’ তিনি আরও বলেন, ‘আটককৃতরা আনসার আল ইসলামের সদস্য। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন