নির্বাচনের পর থেকে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। বিএনপি ও তার জোটের মিত্র নামধারী সংগঠনের সন্ত্রাসীদের হামলায় সন্ত্রত্র সংখ্যালঘুদের অনেকেই জীবন বাঁচাতে দেশ ছাড়ার চিন্তাভাবনা করছে বলে খবর পাওয়া গেছে। হামলা, হুমকি এবং শারীরিক নির্যাতনের শিকার সংখ্যালঘুরা থানা, পুলিশ ও প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও পাচ্ছে না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। জানা গেছে রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, দিনাজপুরসহ বিভিন্ন জেলার নির্বাচন পরবর্তী হামলার ঘটনায় এ পর্যন্ত আহত হয়েছে শতাধিক সংখ্যালঘু সদস্য। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে কয়েক শ’ পরিবার। এসব পরিবারের বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট চালানো হচ্ছে। সংখ্যালঘু পরিবারের মহিলাদের শালীনতাহানির চেষ্টারও অভিযোগ উঠেছে। হামলা ও নির্যাতনের শিকার পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কয়েকটি পরিবার সোমবার রাজশাহীতে এসে আশ্রয় নিয়েছে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে। এদিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামে কালিপদ কর্মকার, নীরেন, জগদীশ ও তাপসদের পরিবারের ওপর হামলা ও লুটপাটের খবর পাওয়া গেছে।
দৈনিক জনকন্ঠ, ১২ অক্টোবর ২০০১