লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শোহরাব হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুলাই শুক্রবার রাতে উপজেলার নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে শোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শোহরাব হোসেন নোয়াপাড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে। এর আগে ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে স্কুলছাত্রীটিকে ধর্ষণ করে শোহরাব।
ছাত্রীর মা ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার সময় নোয়াপাড়া পুরান বাড়ীর লোকজন বাড়ীর পাশ্ববর্তী নালায় মাছ ধরতে যায়। মেয়েটি মাছ ধরা দেখতে যাবার পথে তার চাচাতো ভাই শোহরাব তাকে ধর্ষণ করে। এতে মেয়েটি কান্নাকাটি করলে শোহরাব তার হাতের মুঠোয় ৫০ টাকা দিয়ে বিষয়টি কাউকে বলতে নিষেধ করে।
পরে জানতে পেরে ধর্ষিতার মা এলাকার কয়েকজন লোককে বিষয়টি জানালে তারা ঘটনাটি প্রকাশ না করে স্থানীয়ভাবে মিমাংসা করতে চাপ প্রয়োগ করে।
এরপর শুক্রবার বিকেলে মেয়ের বাবা রামগঞ্জ থানায় অভিযোগ করলে রামগঞ্জ থানা পুলিশের এস আই কাউসারুজ্জামান সন্ধ্যা ৭টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় ধর্ষক শোহরাব হোসেনকে নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে আটক করে।