শেরপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শ্বশুর হাসমত আলী ওরফে হাসুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) দুপুরে নকলা উপজেলার পাঠাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

হাসমত পাঠাকাটা ইউনিয়নের কুড়েরপাড় এলাকার বাসিন্দা।

জানা যায়, হাসমত আলীর ছেলে দীর্ঘদিন ধরে ঢাকায় থেকে কাঁচামালের ব্যবসা করেন। এজন্য তিনি কয়েক মাস পরপর বাড়িতে আসেন। এ সুযোগে গত ৬ মার্চ দুপুরে হাসমত তার পুত্রবধূকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় রোববার রাতে পুত্রবধূ বাদী হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার শ্বশুর হাসুকে গ্রেফতার করে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে পুত্রবধূর দায়ের করা মামলায় তার শ্বশুর হাসুকে গ্রেফতার করা হয়েছে।

ভিকটিম পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ও গ্রেপ্তার শ্বশুর হাসুকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পূর্ব পশ্চিম

মন্তব্য করুন