বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সীতাকুণ্ড মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে।

 

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন বাদী হয়ে রোববার রাতে এ মামলা করেন। মামলায় সাইফুল (৩২) নামে একজনকে আসামি করা হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট থানার হেসাখালী ইউনিয়নের আনজিয়াপাড়া (ভূঁইয়া বাড়ি) গ্রামের মোহাম্মদ নেজাম উদ্দিনের পুত্র সাইফুল। সীতাকুণ্ডের ভাটিয়ারীতে তিনি একটি কারাখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জেএস সাইফুল ইসলাম নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হেয় করার উদ্দেশ্যে বিকৃতভাবে ছবি পোস্ট করা হয়েছে। মানহানিকর ব্যঙ্গচিত্রের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সমকাল

মন্তব্য করুন