কুমিল্লার নজরুল এভিনিউতে জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতিফলকটি ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে প্রমিলা দেবীর বাড়ির (বর্তমানে গোমতী হাসপাতাল) সামনে নজরুলের স্মৃতি রক্ষায় নির্মিত ফলকটি স্মৃতিফলকটি ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানায় স্থানীয়রা। তবে ভেঙ্গে ফেলার বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ও কর্পোরেশনের কোন কর্মকর্তা কেউ কিছু বলতে পারেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদা বিদ্যাতনের সামনের সড়কের উল্টো পাশের প্রমিলা দেবীর বাড়ির সামনে একটি বৈদ্যুতিক খুঁটির নিচে নজরুলের এই স্মৃতিফলকটি ছিল। শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের লোক পরিচয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্মৃতিফলকটি ভেঙ্গে উপড়ে ফেলা হয়। বর্তমানে এর কোন চিহ্ন নেই। কেবল খুঁটির নিচে একটি গর্ত পড়ে আছে।
এই বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মনজুর কাদের মনি জানান, নজরুলের স্মৃতিফলকটিকে বা কারা ভেঙ্গে ফেলেছে তার কিছুই বলতে পারবো না। বিষয়টি সম্পর্কে কেউ আমাকে কিছু জানাননি। রবিবার সকালে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।
নজরুলের স্মৃতিফলক কে ভেঙ্গেছে এবং কেন, জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন বলেন, “নজরুল আমাদের জাতীয় কবি। উনার স্মৃতিতে তৈরিকৃত ফলক ভেঙ্গে ফেলা হয়েছে অথচ আমরা কিছুই জানি না। স্মৃতিফলকটি সিটি কর্পোরেশনের কেউ ভাঙিনি। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সরিয়ে নেওয়া বা ভেঙ্গে ফেলার বিষয়টি অবশ্যই আমার জানার কথা, কিন্তু আমি এই বিষয়ে কিছুই জানি না।”