গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সভায় গৃহীত এক প্রস্তাবে নির্বাচনোত্তর সন্ত্রাস, সহিংসতা, হামলা, হয়রানি ও সর্বক্ষেত্রে জবরদখল বিশেষ করে হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, মারধর ও নির্যাতন বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তা বন্ধে আশু কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয় এবং দেশী-বিদেশী অশুভ শক্তির সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সোমবার বিকেল ৫টায় ৪০-ই, ইন্দিরা রোড ̄’ পার্টি কার্যালয়ে গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর এক সভা পার্টি সভাপতি আহমদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং তাতে আলোচনায় অংশগ্রহণ করেন পার্টি সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান, সভাপতি মণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন হায়দার, মাহমুদুর রহমান বাবু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সংবাদ, ২৭ অক্টোবর ২০০১