টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরা দিয়ে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য ধারণ করার অভিযোগে হিমেল শিকদার (২৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২০ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত হিমেল উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের থলপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় আট মাস আগে হিমেল শিকদার প্রেমের সম্পর্কের মাধ্যমে এক তরুণীকে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তার বিয়ে না মানায় তিনি মির্জাপুর ইউনিয়নপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। হিমেল সেখানে থাকাকালে গোপন ক্যামেরায় এক ছাত্রীর গোসলের ভিডিওধারণ করেন।

পরবর্তীতে গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে আবারও ভিডিওধারণের জন্য ওই তরুণীর ঘরে গোপন ক্যামেরা স্থাপনের চেষ্টা করেন ছাত্রলীগ নেতা হিমেল। যা ওই দম্পতি দেখে ফেলেন। পরে বাসার মালিকসহ ওই তরুণী এসে বিষয়টি জানতে চাইলে হিমেল প্রথমে বিষয়টি অস্বীকার করেন। কিন্তু জেরার মুখে পরবর্তীতে গোসলের ভিডিওধারণ ও গোপন ভিডিওধারণের চেষ্টার কথা স্বীকার করেন। এ ঘটনায় বাদী হয়ে তরুণীর মা ছাত্রলীগ নেতা হিমেলের নামে ডিটিজাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

উপজেলা ছত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান বলেন, হিমেলকে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়েডিজিটাল নিরাপত্তা আইনের ৮ ধারায় থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত হিমেলের মুঠোফোন ও গোপন ক্যামেরা জব্দ করা হয়েছে।”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন