সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদালত নিয়ে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে পেশা পরিচালনা থেকে তিন মাসের অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

সোমবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিযুক্ত আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এ সময় আরও যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অ্যাডভোকেট ওজি উল্লাহসহ অন্য আইনজীবীরা।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় ড. ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করা থেকে অব্যাহতি দিয়েছিলেন আপিল বিভাগ। একইসঙ্গে গত ১১ অক্টোবর তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। পাশাপাশি তার স্ট্যাটাসটি ফেসবুক থেকে মুছে দিয়ে অ্যাকাউন্ট ব্লক করে দিতে বিটিআরসিকে নির্দেশ দেন আদালত। সেই আদেশের ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর তিনি আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

প্রসঙ্গত, ওই আইনজীবীর স্ট্যাটাস আদালতের নজরে আনার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। স্ট্যাটাসটি আদালতের নজরে আনেন তৎকালীন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

ঢাকা ট্রিবিউন

 

মন্তব্য করুন