বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শ্রীপুর উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের তিন ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের সুষ্ঠু বিচার দাবি করেছেন। গতকাল শনিবার পরিষদের সভানেত্রী হেনা দাস ও সহ-সাধারন সম্পাদিকা ডা.মালেকা বানু এক যুক্ত বিবৃতিতে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ দাবি করেছেন। বিবৃতিতে পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বলা হয়, গত মঙ্গলবার রাতে জনৈক আবু সাঈদ কিরণ ও সামসুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী শ্রীপুর উপজেলার নৌহাটা গ্রামের তিন কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করে মাঠে ফেলে রাখে। একই সঙ্গে নৌহাটা গ্রামের অনিল কুমার পাল এবং গোবিন্দ পালের বাড়িতেও সন্ত্রাসীরা লুটপাট করে। সন্ত্রাসীদের অপকর্মে বাধা দিতে গিয়ে ১০জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন মামলা দায়ের করা হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
যুগান্তর, ৮ অক্টোবর ২০০১