লকডাউন ভঙ্গ করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৩ মে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আইগবাড়ি পাড়কোলা এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হন।
বর্তমান কাউন্সিলর বেলাল হোসেনের সমর্থকদের সঙ্গে সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুষের সমর্থকদের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ছাড়া কাউন্সিলর বেলাল (৩৫) ও মিরাজ উদ্দিন (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলসহ উভয় পক্ষের ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
নিহত আজগার আলী প্রামাণিক ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেল্লাল হোসেনের সমর্থক ও আইগবাড়ি পাড়কোলা গ্রামের মৃত ফেলান প্রামাণিকের ছেলে।
আহতদের উদ্ধার করে শাহজাদপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত কনস্টেবল মেরাজ উদ্দিন (৩৫) বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে।
এ দিকে আজগার আলী হত্যার প্রতিবাদে এ দিন সকাল সাড়ে ১০টার দিকে কাউন্সিলর বেলাল গ্রুপের লোকজন বিক্ষোভ মিছিল ও আইগবাড়ি সড়ক অবরোধ করে। তারা এ হত্যায় জড়িত দাবি করে পিযুষসহ সব আসামিদের অবিলম্বে বিচার দাবিতে বিক্ষোভ করে।
এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এ দিন ভোরে সাহরি খাওয়ার পর উভয় পক্ষের লোকজন মসজিদেও মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র, লাঠি, ফালা, হলঙ্গা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষকে সরিয়ে দিয়ে মাঝ এলাকার পারকোলা সড়কের ওপর অবস্থান নেয়। সকাল সাড়ে ৭টার দিকে বাড়িঘরে লুটপাট হচ্ছে গুজবে সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুষ গ্রুপের লোকজন বর্তমান কাউন্সিলর বেলাল হোসেন গ্রুপের লোকজনের বাড়ি-ঘরে হামলা চালায়। এতে উভয় পক্ষে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এ সময় দু’পক্ষে ব্যাপক ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ফালার আঘাতে আজগার আলী প্রামাণিক ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় পুলিশ চার রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটের আঘাতে কনস্টেবল মেরাজ উদ্দিনসহ উভয় পক্ষের ২০ জন গুরুতর আহত হয়। আধা ঘণ্টাব্যাপী এ হামলা সংঘর্ষ চলাকালে পুরো পারকোলা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।