সিলেট সিটি করপোরেশনের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ওই ব্যবসায়ীর নাম আতিকুর রহমান। তিনি নগরীর বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক। নগরীর মদিনা মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছিলেন ওই ব্যবসায়ী। এরই জের ধরে তার বিরুদ্ধে গত মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আব্দুল আলিম শাহ। বুধবার রাতে মহানগরীর জালালাবাদ থানা-পুলিশের একটি দল মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তার হওয়া আতিক মহানগর যুবলীগের একজন কর্মী।
তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে- ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে লকডাউনে ক্ষুদে ব্যবসায়ীদের পসরা সাজিয়ে প্রতিদিন ৫০ হাজার টাকা চাঁদা উত্তোলন করেন তিনি। জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, ফেসবুকে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় সিসিক’র পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করা হলে পুলিশ ব্যবসায়ী আতিককে গ্রেপ্তার করে। মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১ নম্বর ধারায় করা হয়েছে।