অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় গতকাল শনিবার বিডিআর সদস্যরা সাতক্ষীরার ভোমরা ও কলারোয়ার ভাদিয়ালি সীমান্তে ৮২ জনের একটি দলসহ মোট ৯৯ জন ধর্মীয় সংখ্যালঘু বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। দেশে নির্বাচনোত্তর সহিংস পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে দেশ ত্যাগ করছিলেন বলে আটক কর্তাদের মধ্যে রামপাল বাগেরহাটের শ্যামলী লাল মোহন, লক্ষ্মীরাণী জানিয়েছেন। তবে এদের মধ্যে কেউ কেউ চিকিৎসার জন্যে ভারত যাচ্ছিলেন বলে জানান, এ সময় আবদুল হামিদ নামের অবৈধভাবে মানুষ পাচারকারী দলের এক দালালকেও বিডিআর আটক করে। প্রত্যক্ষদর্শী ও বিডিআর কতৃপক্ষ জানায় ৬৩ জন মহিলা দুই শিশু ও ৩৪ পুরুষের পৃথক দুটি দল অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীবাহী বাসে ভোমরা আসে। সীমান্ত পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে বিডিআর সদস্যরা তাদের আটক করে। এ সময় বিডিআর সাতক্ষীরা সদরের আলীপুর গ্রামের অবৈধভাবে মানুষ পারাপারকারী আবদুল হামিদকে একটি হিরো হোণ্ডা মোটর সাইকেলসহ গ্রেফতার করে।

প্রথম আলো, ১৪ অক্টোবর ২০০১

মন্তব্য করুন