নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মুদি ব্যবসায়ী সুশান্ত কুমার ঘোষ ওরফে ঝুন্টু (৫২) ঘটনার ছয় দিন পর মৃত্যুবরণ করেছেন। ১২ মার্চ শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

জানা গেছে, উপজেলার মির্জাপুর গ্রামের মুদি ব্যবসায়ী সুশান্ত কুমার ঘোষ ভবানীপুর বাজারে প্রতিদিনের মতো তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রবিবার দিবাগত রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে ফিরছিলেন। বাজারের পাশে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করেই তার ওপর হামলা চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের কণ্ঠ

মন্তব্য করুন