ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলাধীন লালপুর গ্রামসহ সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি গ্রামে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। তাদেরকে আসামী করে আশুগঞ্জ থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লালপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সংখ্যালঘু নেতা সুহাস চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি সহ এলাকাবাসী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানান, গত ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনের দিন অযথা সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। ঐদিন বেলা সাড়ে ১০টার দিকে লালপুর প্রাইমারী বিদ্যালয় কেন্দ্রে সংখ্যালঘুরা ভোটদানের জন্য লাইনে দাঁড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ফলে তাদের অনেকেই ভোট দিতে পারেনি। একইভাবে ঐ দিন পর পর তিন বার হামলা করেছে। মারধর খেয়ে ভোটাররা বাড়িঘরে আশ্রয় নেওয়ার পরও আশ্রয়স্থলে সেনা সদস্যরা এসে তাদের বেধড়ক পিটিয়েছে।

ভোরের কাগজ, ৬ অক্টোবর ২০০১

মন্তব্য করুন