ঢাকার আশুলিয়া থেকে মো. রিফাদকে নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

বুধবার দিবাগত রাতে র‌্যাব বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে রিফাদকে প্রধান করে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করে। এর আগে ১১ নভেম্বর বুধবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় আনসার আল ইসলামের ওই সদস্যকে আটক করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে র‌্যাবের গোয়েন্দা সংস্থার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব-৪ (সিপিসি-৩) শাখার একটি দল জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকায় অবস্থান করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ফ্যান্টাসি কিংডমের পশ্চিম পাশে আঁখি রেষ্টুরেন্টের সামনে থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য রিফাদকে আটক করা হয়।

এজাহারে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিফাদ আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে। রিফাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গীবাদ প্রচার করে আসছিল।

তবে অভিযান পরিচালনাকারী র‌্যাব-৪ (সিপিসি-৩) শাখার ওয়ারেন্ট অফিসার কাইয়ূম ইসলাম জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য রিফাদকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে রাজি হননি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়া জানান, আটক জঙ্গি সদস্য রিফাদের বিরুদ্ধে বুধবার রাতে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার জঙ্গি সদস্য রিফাদকে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

মানব কণ্ঠ

 

মন্তব্য করুন