নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৌর নিতাই আখড়া দুর্গামণ্ডপের দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে উগ্রপন্থী ধর্মীয় দুর্বৃত্তরা।

 

২০ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার আড়াইহাজার পৌরসভার কামরানীরচর শ্রীশ্রী গৌর নিতাই আখড়া দুর্গামণ্ডপে এ ঘটনা ঘটে। মন্দিরের দুর্গাপূজা কমিটির সভাপতি নিতাই ভৌমিক জানান, তাঁদের মন্দিরের প্রতিমা নির্মাণ শিল্পীরা রাতে প্রতিমায় আংশিক রং করে চলে যায়। ২১ অক্টোবর বুধবার সকালে স্থানীয় লোকজন এসে দেখতে পায়, দুর্গা প্রতিমার বাম পাশের দুটি হাত ভাঙা, কার্তিক ও সরস্বতীর গলা থেকে ভেঙে মাথা ঝুলিয়ে রাখা এবং কালি প্রতিমার একটি হাত ভাঙা অবস্থায় দেখতে পায়। সকালে পূজা আয়োজন কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে ঘটনাটি অবগত করে। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালের কণ্ঠ

মন্তব্য করুন