কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ভোরে উখিয়ার পালংখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মো. ফারুক হোসেন (২৩) ও সাইফুল ইসলাম (২৮)। এরা দুইজনই উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ১৯ নম্বর ক্যাম্পের ১-ব্লকের বাসিন্দা।
দুই জনই মাদক ব্যবসায়ী এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকপাচারে জড়িত ছিল বলে দাবী করেছে বিজিবি।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।