রংপুরের পীরগঞ্জ উপজেলায় কাবা “অবমাননার” গুজব ছড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৬০টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার রমনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া জেলেপল্লীতে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম এ প্রসঙ্গে ঢাকা ট্রিবিউনকে বলেন, “জামায়াতে ইসলাম ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে এ হামলা হয়েছে।”
এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বী ৬৫ জন এ হামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি।
পুলিশ জানায়, ফেসবুকে সনাতন ধর্মের অনুসারী এক ব্যক্তির বিরুদ্ধে “ধর্ম অবমাননা”র অভিযোগ দিলে উত্তেজনার সৃষ্টি হয়।
সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, “উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির বাড়ির সামনে অবস্থান নেই আমরা। এ সুযোগে পার্শ্ববর্তী ১৫ থেকে ২০ টি বাড়িতে হামলা চালায় তারা।”
রাত পৌনে ১০টার দিকে পীরগঞ্জ, মিঠাপুকুর, রংপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।