কিশোরগঞ্জের কটিয়াদীতে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে কাসেম (২২) ও সোহেল (২৩) নামে দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা নিয়েছে পুলিশ।

 

এদিকে মামলার বাদী ছাত্রীর পিতার দাবি, তার মেয়েকে ধর্ষণ করেছে দুই যুবক।

স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটিকে ধর্ষণের চেষ্টা উল্লেখ করে রেকর্ড করেন।

অভিযুক্ত কাসেম বৈরাগীরচর গ্রামের ফরিদ মুন্সির ছেলে এবং সোহেল একই গ্রামের মজলু মিয়ার ছেলে।

মামলার বাদী জানান, বুধবার সন্ধ্যায় ভিকটিম পার্শ্ববর্তী তার চাচার বাড়ি থেকে দুধ আনতে গেলে কাসেম ও সোহেল তাকে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে লোকজন এগিয়ে গেলে যুবকরা পালিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় গিয়ে ধর্ষণের বিচার চাইলে পুলিশ ধর্ষণের চেষ্টা উল্লেখ করে একটি অভিযোগ লিখে স্বাক্ষর দিতে বলেন।

তিনি বলেন, আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। একটি প্রভাবশালী মহল ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মেয়েটির দেয়া এজাহার অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তে ধর্ষণের আলামত পেলে মামলাটি ধর্ষণ মামলা হিসেবে বিচারের আওতায় আনা হবে।

যুগান্তর

মন্তব্য করুন