কুমিল্লার চান্দিনার তুলাতলী গ্রামের কড়ইতলায় শনিবার দিবাগত রাতে (১ ডিসেম্বর) কথিত ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

 

চান্দিনা উপজেলার ফতেহপুর গ্রামের আবদুল বারেকের ছেলে দেলোয়ার হোসেনকে ডাকাত দাবি করে পুলিশ জানায়, তার বিরুদ্ধে চান্দিনা থানায় অস্ত্র ও ডাকাতির সাতটি মামলা রয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সলের ভাষ্য, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চান্দিনার তুলাতলী গ্রামের কড়ইতলায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালাম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসির দাবি, এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। তবে গোলাগুলিতে ডাকাত দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

ইউএনবি

মন্তব্য করুন