কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ মার্চ) কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাতের নিহতের কথা জানিয়েছে পুলিশ।

 

নিহত খোকনের বাড়ি বরগুনায়। পুলিশের দাবি, সে দীর্ঘদিন থেকে ওই এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। এছাড়া সে জেলা পরিষদ সদস্য নেতা খায়রুল আলম সাধন হত্যায় জড়িত বলে জানায় পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইখতিয়ার উদ্দিনের ভাষ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকার ছয়ঘরিয়ায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল চান্দিনা থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুঁড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

ওই কর্মকর্তার দাবি, এক পর্যায়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও খোকন নামের একজন গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ।

ইউএনবি

মন্তব্য করুন